ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ‘সততা ষ্টোর’ নামে এ প্রথম দোকান চালু করার শুভ উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম, উপ-সহকারী পরিচালক আবু বক্কর সিদ্দীক, আমিনুর রহমান ও তরুণ কান্তি ঘোষ, ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আব্দুস শুকুর। অন্যান্যের মধ্যে সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন ও সহকারী শিক্ষক মাসুদরানা প্রমূখ। সভায় উপজেলার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, সকল ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিদ্যালয়ের ১টি কক্ষে ‘সততা ষ্টোর’র ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন