ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা যুবলীগের কার্যালয় রোববার বিকেল ৬টায় ৫ষ্টার হোটেল সংলগ্ন মার্কেটে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের জেলা পরিষদের সদস্য পিয়ারজাহান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক নিয়ামত আলী, উপজেলা যুবলীগ শাখার নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাবলু ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদসহ উপজেলা আওয়ামীলীগ, তার অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।