photo-2

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাগঞ্জের ভোলাহাটে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা চাড়াই শান্তিপুর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৯৬৪ জন। মোট ছাত্রছাত্রীদের মধ্যে রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন কেন্দ্রে ২৭৯ জন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৩ জন ও ভোকেশনাল-মাদ্রাসায় ১৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তবে অন্যান্যবারের চেয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা কম পরিলক্ষিত হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিন প্রথম দিনের পরীক্ষায় ৩টি কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে দু’জন ম্যাজিষ্ট্রেট উপস্থিত ছিলেন এবং পরীক্ষা আগের ন্যায় সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *