ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একদিনে পুলিশ ও র‌্যাব পৃথক অভিযান চালিয়ে ২৫জনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন জানান, বৃহস্পতিবার তার নির্দেশে এসআই সিরাজ এএসআই নাজমুল ও এএসআই মাসুদ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন জায়গায় থেকে ৬জন মাদক সেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে। ভোলাহাট উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসে মোবাইল কোর্ট বসিয়ে সহকারী কমিশনার ভূমি পিএম ইমরুল কায়েশ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে মাদক সেবনকারী উপজেলার চরধরমপুর গ্রামের নুরু ইসলামের ছেলে রুবেল ইসলাম(১৯), গোহালবাড়ী গ্রামের দীন মোহম্মদের ছেলে বায়েজিদ(৫৮), নামোপাঁচটিকরি গ্রামের ইয়াসিন আলীর ছেলে আলাউদ্দিন, সুরানপুর গ্রামের আজাহারের ছেলে ইয়ারুল ইসলাম(৪৫), তিলোকী সুরানপুর গ্রামের বাসেদ আলীর ছেলে মনিরুল ইসলাম(৩২) ও মুসলিমপুর গ্রামের রেজাউল করিমের ছেলে মিলন হোসেন(২২)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ বলেন, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরদিকে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সদস্যদের নিয়ে সহকারী কমশিনার ভূমি পিএম ইমরুল কায়েশ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভোলাহাট উপজেলার বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে ১৯জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। ১৯জনের মধ্যে ৭জনকে মোট ৯হাজার ৫শত টাকা অর্থদন্ড ও ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এদের মধ্যে দলদলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বর মৃতঃ একরামুল হকের ছেলে মোস্তাক আলী(৩৫)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বিষয়টি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েশ নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন