ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে সোমবার দুপুর ১২টার সময় ভোলাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও রূপান্তরের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন ইয়াসমিনের সভাপতিত্বে পিস প্রকল্পের উপজেলা আইন শৃংখলা কমিটির সাথে কমিউনিটি জনগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদেরসহ স্থানীয় সাংবাদিক, শিক।ষা প্রতিষ্ঠানের প্রধান, পুীলশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি। মতবিনিময় সভায় অংশ গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার উপজেলা ফিল্ড অফিসার তোহিদুল আলম টিয়া, পিসি সাইফুল ইসলাম ও রূপান্তরের উপজেলা ফিল্ড অফিসার কামরুজ্জামান রানা।