ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কমিউনিটি পুলিশিং ফোরামের ‘ওপেন হাউস ডে’ রোববার সকাল সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ লক্ষে আয়োজিত ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অফিসার ইনচার্জ মহসঅন আলী। বিষেশ অতিথি ছিলেন রাজশাহী পুলিশ রেঞ্জ’র সিপিইউ এসআই আইনাল হক, ওসি(তদন্ত) কবির হোসেন, থানা পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ইখতিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী মাষ্টার। পুলিশই জনতা জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে ভোলাহাট থানা উপ-পরিদর্শক রেজাউল করিমের পরিচালনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, বালবিবাহরোধ, নারী নির্যাতন ও শিশু নির্যাতনসহ সমাজে ঘটে যাওয়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওসি মহসীন আলী। অন্যান্যের মধ্যে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, ব্যবসায়ী আলমগীর লায়েক বাবু, আইনাল হক চৈতু মেম্বার, মোয়াজ্জেম হোসেন ভুটু, আলফাজ হোসেন হিরোসহ সুধীজনেরা। অনুষ্ঠানে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় প্রধান, মসজিদ ইমামসহ ইউনিয়নের সকল সকল সদস্য-সদস্যাগণ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *