ভোলঅহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননাকারীর শাস্তির দাবীতে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগ ভোলাহাট শাখাসহ অঙ্গ ও সহযোগি সংগঠন উপজেলা পরিষদ মেইন গেটে ভোলাহাট-রহনপুর সড়কে বিকেলে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধেনে উপজেলা আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, জেলা আ’লীগ সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা সিনিয়ার সহ সভাপতি ইয়াশিন আলী শাহ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুনু, ৪ ইউনিয়ন আ’লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগ শাখার সভাপতি, সাধারণ সম্পাদ, উপজেলা ছাত্রলীগ শাখার সভাপতি মাহালত আশরাফুল হকসহ সর্বস্তরের নেতাকর্মী সর্মথক উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে নেতারা গত বুধবার জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তুচ্ছ ঘটনার জেরে মাটিতে ফেলে ইউপি চেয়ারম্যান মশফিকুল ইসলাম অন্যের ঘাড়ে চাপিয়ে নিজের স্বার্থ আদায়ের চেষ্টা করেছেন। তার জাতির পিতার ছবি নিয়ে অবমাননাকর নেক্যারজনক ঘটনাটি দ্রুত আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ফলে এ অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে মানববন্ধনের ডাক দেয়া হয়। এদিকে মানববন্ধনে দাবী জানানো হয় গত ২২ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি সভায় এ চেয়ারম্যান মসফিকুল ইসলাম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অংশ গ্রহণ না করে তার পরিষদে অবস্থান করে এ ঘটনার জন্ম দেন। বঙ্গবন্ধুর ছবি অবমাননাকারীর দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেছেন মানবন্ধন থেকে। উল্লেখ্য বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার নিন্দা জানিয়ে চেয়ারম্যান মসফিকুল ইসলামের শাস্তির দাবী করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *