ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিনের নির্দেশে মাদক বিরোধী অভিযান চালিয়ে দু’মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে এসআই আজিম, এএসআই বিল্পব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মুসলিমপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে মাইনুল ইসলাম(৩৫)কে) উপজেলার ঝাউবোনা গ্রামের চাতালের সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করেন । এ সময় তার কাছ থেকে ১লাখ টাকা মূল্যের ২শত৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে ঝাউবোনা গ্রামের মৃতঃ আনসার আলীর ছেলে পিয়ার(২৮)কে তার নিজ বাড়ী থেকে এসআই আজিম ও এএসআই নাজমুল অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার করেন। উল্লেখ্য এ দু’মাদক সম্রাট এর পূর্বে দফায় দফায় জেলহাজত ছিলো বলে পুলিশ জানিয়েছেন। অফিসার ইনর্চাজ ফাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইয়াবা সম্রাট মাইনুলকে নিয়মিত মাদক মামলা ও পিয়ারকে মোবাইল কোর্টে সোর্পদ করলে সহকারী কমিশনার ভূমি পিএম ইমরুল কায়েশ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ঊভয় মাদক সম্রাটকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন। তিনি আরো বলে উপজেলায় প্রয়োজনে চিরনি অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *