ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১টায় খালেআলমপুর দারুস-সন্নাহ আলিম মাদ্রাসা ও কারিগরি কলেজ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। ‘দূর্নীতি হলে শেষ নিজে বাঁচবো বাঁচবে দেশ’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে মাদ্রাসা অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন, দূপ্রক সদস্য আলহাজ্ব ইখতিয়ার হোসেন, প্রভাষক সাইদুল ইসলাম, নিলুফা ইয়াসমিন, আব্দুল ওয়াহাব, শিউলি খাতুন ও সিনিয়র সাংবাদিক এম.এস.আই শরীফ। মতবিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দূপ্রক সদস্য আব্দুল কাদির মাষ্টার। অন্যানের মধ্যে-প্রভাষক শাহজাহান আলী, ছাত্রদের মধ্যে সততা সংঘের নতুন সভাপতি-সম্পাদক সমির আলী, গোলাম কবির ও মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। সভায় এলাকার সকলস্তরের মানুষের সমন্বয়ে এবং তাদের সহযোগিতায় দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দৃড়ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *