ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা প্রশসানের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে নিরাপদ সড়কের মাসব্যাপী কর্মসূচীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় সভার সভাপতি জানান, সেপ্টেম্বর মাস জুড়ে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে নিরাপদ সড়কের জন্য বিভিন্ন কর্মসূচী পালনের নির্দেশনা এসেছে। তিনি নির্দেশনাগুলি পাঠ করে শুনান। নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হলো গাড়ীর চালক হিসেবে দায়িত্ব, মোটরসাইক চালকের দায়িত্ব, যানবাহনের মালিকের দায়িত্ব, অবিভাবক ও শিক্ষকের দায়িত্ব, সড়ক দূর্ঘটনার কারণ, পথচারী হিসেবে দায়িত্ব, যাত্রী হিসেবে দায়িত্বসহ ৮১টি বিষয় নির্দেশনাপত্রে উল্লেখ রয়েছে। উল্লেখিত নির্দেশনাগুলো আগামী সেপ্টেম্বর মাস জুড়ে প্রতিদিন পৃথক পৃথক কর্মসূচী পালন করা হবে মর্মে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের আলাদা করে দায়িত্ব দেয়া হয়। এ সময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।