ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নুসরাত জাহান হত্যায় স্বামী সায়েম বিশ্বাসসহ জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরের সামনে এই কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে এলাকার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় আ’লীগ নেতা মোঃ জামসেদ আলী, ভোলাহাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডাঃ আব্দুল মাতিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামিউল্লাহ সিফাত, নিহত নুশরাত জাহানের নানা সাদিকুল ইসলাম, শিক্ষার্থী ছায়া বেগমসহ অন্যরা।
বক্তারা বলেন, হত্যাকারী মাদকসেবী ঘাতক সায়েম এর দ্রুত বিচার দাবী জানান এবং এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্যদের অবিলম্বে গ্রেফতারের দাবী করেনু। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
উল্লেখ্য, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাবুরঘোন গ্রামের আবুল কালামের এইচএসসি ফলপ্রার্থী মেয়ে নুশরাতের (১৯) এর সাথে পার্শ্ববর্তী ভোলাহাট উপজেলার হোসেন ভিটা গ্রামের মৃত ফজলুর রহমান বিশ্বাসের ছেলে মাদকসেবী সায়েম বিশ্বাস (৩৫) এর সাথে ৪ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে নববধূর উপর নানাবিধ পাশবিক র্নিযাতন ও অত্যাচার করে আসছিল। সর্বশেষ গত ২৭ জুন বুধবার নুসরাতকে শ্বাসরোধ করে হত্যার পর নিজ ঘরে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায়। খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন নুশরাতের স্বামী শায়েমকে গ্রেফতার করেন।