ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ

ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা ও জনসাধারণের সাথে নৌকার পক্ষে জনসংযোগ করলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের মনোনয়ন প্রত্যাশী, ২বার সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, সেক্টর কমান্ডার’স ফোরামস্ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির জেলা সভাপতি, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুস সামাদ। তিনি শনিবার সকাল সাড়ে ১০টায় ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা-মেডিকেলমোড়স্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময় সভা করেন। ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এ সময় মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিমুদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা কমান্ডার মনিরুদ্দিন মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা একরাম হোসেন, মেশের আলী, ডাঃ রুস্তম আলী, আল-ইমাম মাষ্টার, সেতাউর রহমান, সান্টু শেখ, উপজেলা আওয়ামলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু। মুক্তিযোদ্ধা তৈমুর হোসেনের পরিচালনায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুস সামাদ ’৭১ রণাঙ্গনের কিছু চিত্রের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কার্ড দিলেও আমি আওয়ামীলীগ পরিবারের হয়ে করেছি এবং কার্ড না পেলেও কাজ করবো ইনশাল্লাহ্। মতবিনিময় সভা শেষে বিশেষ মোনাজাত করেন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন(অব:সৈনিক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *