ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট সাব-জোনাল অফিসের আয়োজনে শনিবার ২৭ এপ্রিল গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও গণশুনানী অনুষ্ঠিত হয়। এ সময় গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ভোলাহাট প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন, ভোলাহাট সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিন। অতিথিদের বক্তব্য শেষে উপস্থিত বীরমুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, সদস্যা ও স্থানীয় বিভিন্ন পেশাজীবিরা কিছু কিছু সদস্যার কথা তুলে ধরলেও পল্লী বিদ্যুতের নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আনন্দ প্রকাশ করেন। অতীতের তুলনায় বর্তমানে ভোলাহাটের পল্লী বিদ্যুৎ অফিসে কোন প্রকার হয়রানির শিকার হচ্ছেন না এমন কি কোন সমস্যা হলে দ্রুততার সাথে সমাধান করতে সক্ষম হওয়ায় ধন্যবাদ জানান উপস্থিত বিদ্যুৎ গ্রাহকেরা। মতবিনিময় ও গণশুনানীতে সহকারী জেনারেল ম্যানেজার রুহুল আমিন বলেন, ভোলাহাটে বিদ্যুতের কোন ঘাটতি নাই। পূর্বে ভোলাহাটে বিদ্যুতের যে সরবরাহ ছিলো তার দিগুণ সরবরাহ হচ্ছে। তিনি বলেন, মূল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে এবং প্রাকৃতিক দূর্যোগে সমস্যা হলে বিদ্যুৎ বন্ধ থাকবে। তাছাড়া বিদ্যুৎ সরবরাহে কোন সদস্যা হবে না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *