ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলোহের জের ধরে প্রতিপক্ষের কোদাল ও বাঁশের ফাড়াটির আঘাতে ২জন আহত। এদের মধ্যে ১জনের অবস্থা গুরুতর, থানায় লিখিত অভিযোগ। হাসপাতাল ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে শাফিজুল ইসলাম(৫০) ও তার সহোদর সাদিকুল ইসলাম মাষ্টার(৪৫) সহ তাদের ছেলেরা শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে জমি সংক্রান্ত ও পারিবারিক কলোহের জের ধরে ঝগড়া বাঁধে। এতে প্রতিপক্ষের কোদাল ও বাঁশের ফাড়াটির আঘাতে ২জন আহত হয়। আহতদের মধ্যে উল্লেখিত শাফিজুল ইসলাম(৫০) ও তার ছেলে রয়েল আলী ওরফে আকাশ(২৫)। এদের মধ্যে রয়েলের অবস্থা গুরুতর। এ ব্যাপারে ভোলাহাট থানায় ৪জনকে দোষী করে অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও পারিবারিক কলোহের জের ধরে বাদী পক্ষের কয়েকজন আহত হলে থানায় জিডি হয়েছিলো। যার জিডি নং-৫৯১/ তারিখ-১৮.০৪.২০১৫ ইং বলে জানান আহতের স্বজনেরা।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মহসীন আলী ঘটনাটির সত্যতা স্বীকার করেন এবং আইনানুগ ভাবে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।