02

ভোলঅহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে প্রতিবন্ধি ও অটিজম একডেমীতে চুরির ঘটনা ঘটেছে। একাডেমীর অধ্যক্ষ দিলারা খাতুন জানান, ৩ মার্চ কে বা কারা রাতের অন্ধকারে প্রতিষ্ঠানের তার অফিস কক্ষের জানালার গ্রিল ভেঙ্গে কক্ষে প্রবেশ করে তার টেবিলের ট্রয়ারের তালা , ৩টি আলমারীরর তালা ভেঙ্গে বিভিন্ন প্রকার কাগজপত্র তছনছ করে ফেলেছে। ৪ মার্চ সকালে একাডেমীতে গেলে এ সব দৃশ্য দেখা যায়। এক সময় একাডেমীর সাথে সংশ্লিষ্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি অবহিত করেন। তিনি বলেন, তার প্রতিষ্ঠানের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র যা বিভিন্ন দপ্তরে প্রতিষ্ঠানটির সরকারী সুযোগ সুবিধা পেতে প্রেরীত হয় এবং দপ্তরগুলোর কাগজপত্র গোচ্ছিত ছিলো । সে সব কাগজপত্র এখন পর্যন্ত হারিয়ে যাওয়ার ব্যাপারে বুঝে উঠতে পারেননি। সর্ম্পন্ন বিষয়টি বুঝে উঠতে আরো সময় লাগতে পারে বলে তিনি জানান। এ ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আত্মংক বিরাজ করছে। অধ্যক্ষ এ ব্যাপারে ভোলাহাট থানায় একটি সাধারণ ডাইরী করেছেন বলে জানান। উল্লেখ্য প্রতিষ্ঠানটি বিলিন করতে ভোলাহাটের একটি চক্র দীর্ঘ দিন ধরে অশুভ তৎপরতা চালিয়ে যাওয়ার কারণ হতে পারে এ চুরির ঘটনা বলে অধ্যক্ষ দিলারা খাতুন মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *