ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে বানভাসি শিবিরে চলছে সমবেদা জ্ঞাপন ও ত্রান বিতরন। রবিবার বিকেলে ভোলাহাটে ১শত বানভাসি পরিবারের মাঝে আশ্রয় শিবিরে গিয়ে ত্রান বিতরন করেছেন আওয়ামীলীগের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আগামী নির্বাচনে প্রার্থী পদপ্রার্থী জিয়াউর রহমান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আলীগ সহ সভাপতি আব্দুল খালেক উপজেলা আলীগ সিনিয়ার সহ সভাপতি ইয়াসিন আলী শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন বন্যা দূর্গত এলাকা পরির্দশন করেছেন। এরপূর্বে তিনি রহনপুর পৌর এলাকায় ৩শত, আলিনগরে ৮০টি পরিবার ও বোয়ালিয়ায় ১শতটি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম বন্যা দূর্গত এলাকাগুলো প্রতিনিয়ত পরিদর্শন করে চলেছেন। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী, নায়েবে আমির কারী আলাউদ্দিন, জামায়াত নেতা আলী হায়দারসহ অন্যরা উপস্থিত থেকে চরধরমপুর আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে দলের পক্ষ থেকে ত্রান বিতরন করেছেন।