ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসিদের ঈদ কেটেছে অন্যের খাবার খেয়ে। কুরবানীর পশু কেনার শক্তি ছিলো না তাদের। ঈদের দিন বেলা ১১টার দিকে ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ গোস্ত ও ভাত রান্না করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে বানভাসি ২শত পরিবারের ৮শত সদস্যদের মাঝে বিতরন করেন। এ ছাড়া উপজেলা নির্বাহি অফিসার ফিরোজ হাসান বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে বানভাসিদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দেখা করেছেন। এদিকে ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেশ্বর হাই স্কুলে বানভাসিদের সাথে সরজমিনে দেখা করতে গেলে চরধরমপুর থেকে আসা আশ্রয় কেন্দ্রের সুর মাহাম্মেদের ছেলে ষটোর্দ্ধ আজিজুর রহমান বলেন, তার কোন পশু কোরবানী দেয়ার ক্ষমতা নাই। স্বজনদের বাড়ী থেকে আসা অল্প গোস্ত তার বৃদ্ধা স্ত্রী পেয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। একই আশ্রয় কেন্দ্রের চরধরমপুর থেকে আসা মৃতঃ পাতানুর ছেলে সিদ্দিক জানান, কোরবানী কোথায় পাবো ? কোরবানী মাঠের পশুর মাথা নিয়ে এসে গোস্ত বের করে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা ১৬দিন ধরে আশ্রয় কেন্দ্রে রয়েছেন বলে জানান। তবে পানি নেমে যাওয়ায় কেউ কেউ বাড়ী ফিরে গেছেন বলে জানান। তবে অনেকেই বাড়ী বসবাসের অনুপযোগী থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছেন। অনেকের বাড়ী ভেঙ্গে যাওয়ায় এখনও বাড়ী যাওয়া অনিশ্চিত বলে তারা জানিয়েছেন।