ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
বিএনপি’ন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেডিকেল মোড়স্থ দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালিত হয়। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মাহাতাব উদ্দিন। আয়োজিত কর্মসূচীতে সাবেক প্রধান মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবীতে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারূল ইসলাম, জেলা বিএনপি মানবাধিকার সম্পাদক ও দলদলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল, সহসভাপতি ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক প্রভাষক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, বিএনপি নেত্রী ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ছাত্রদল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক কায়সার আহমেদসহ অন্যরা। অবস্থান কর্মসূচী থেকে বক্তারা বেগম জিয়ার মুক্তি কামনা করেন।