ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটের গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল রবিবার রাত ১০টার দিকে ২০১ এর ৫ আর পিলার গিলাবাড়ী সংলঘন এলাকা দিয়ে ভারতে গরু আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালালে ভোলাহাট উপজেলার শিকারী গ্রামের এরফান আলীর ছেলে গরু ব্যবসায়ী সাইদুল ইসলামের(২৮) ডান পেটে গুলি লাগে। পরে সাইদুল ইসলাম আত্মরক্ষার জন্য বাংলাদেশ অভ্যন্তরে পালিয়ে আসলে হাঁসপুকুর ত্রী-মোহনী পর্যন্ত এসে পড়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে লাশ হয়ে পড়ে থাকতে দেখে কে বা কারা ভ্যান যোগে তার বাড়ীতে রাত ৩টার দিকে রেখে চলে যায়। খবর জানা জানি হলে স্থানীয় পুলিশ ও বিজিবি’র উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে বিভিন্ন সূত্র জানায়, সাইদুলের সাথে লতিফের ছেলে জালসাহার(২৬) আনারুলের ছেলে শরিফুল(২৫) হোসেনভীটা গ্রামের পিতা-অজ্ঞাত তাকাবুলসহ মোট ৭/৮জন গুলি বিদ্ধ হয়ে আইনের জটিলতা এড়াতে বিভন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৫৯ ব্যটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ আলী ঘটনাস্থ পরিদর্শন করেছেন। তিনি এ প্রতিবেদককে বিএসএফ’র গুলিতে সাইদুল ইসলাম নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেন এবং দ্রুত সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে সন্তোসজনক ফলাফল না আসলে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক এ দিন অনুষ্ঠিত হবে বলে জানান। এ ঘটনায় নিহতের বাবা এরফান আলী বাদী হয়ে এদিনই থানায় একটি মামলা করেছেন। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *