ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। জানা গেছে, মৃত্যু রাজমিস্ত্রী রনি(১৯) এর বাড়ী উপজেলার বীরশ্বরপুর (দহিরাপাড়া) গ্রামে। তার পিতার নাম মতিউর রহমান। রনি ২ ভায়ের মধ্যে ছোট। গরীব পরিবারের সন্তান রনি প্রতিদিনের মত শনিবার সকলে উপজেলার চামুশা গ্রামের জামে মসজিদে কাজে যান। দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদের মেইন গেটের উপরে উঠে সাটারিং খুলে লোহার রড হাতে ধরে উপরে উঠাতে গেলে নিজের অজান্তেই পল্লী বিদ্যুতের মেইন তারে পৃষ্ঠ হয় লোহার রড। সাথে সাথে সে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত রনিকে মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয়রা ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাহমিদুল ইসলাম তমাল তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ভোলাহাট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে থানা সূত্র নিশ্চিত করেছে। বছরের মধ্যে ভোলাহাটের পোল্লাডাংগা, মেডিকেল মোড়, বীরশ্বরপুর গ্রামে মোট ৪জন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুবরণ করায় এলাকাবাসি ক্ষোভ করে বলেন পল্লী বিদ্যুতের মৃত্যুর মিছিল আর কত দিন। কখন থামবে এ মিছিল। পল্লী বিদ্যুতের বৈদুতিক তারগুলোতে কাভার না থাকায় এমন দূর্ঘটনা ঘটছে বার বার বলে অভিযোগ করেন এলাকাবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *