ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টার দিকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত বিশ্ব যক্ষা দিবসে কমপ্লেক্স চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য রালী বের হয়ে মেডিকেল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমিয়েন ফাউন্ডেশন ভোলাহাট টিএলসিসি মিষ্টার দায়নি শিলউস সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকল অফিসার ওয়াসিম আহসান পাভেল। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সেনেটারী ইন্সপ্ক্টের আব্দুস সবুর, সিনিয়র স্টাফ নার্স কাজল, খাইরুল ইসলাম,ডেমিয়েন ফাউন্ডেশন এসওটিএলসিএ মামুনুর রশিদ অন্যরা।