ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে অবৈধ ভাবে ভারতীয সীমান্ত প্রবেশ করার দায়ে ৯জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার হাঁসপুকুর গ্রামের আব্দুর রশিদেও ছেলে আকবারুল ইসলাম(২২), চরধরমপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৭), চাঁনশিকারী গ্রামের মৃতঃ কয়েশ আলীর ছেলে কিয়ামত আলী(৪১), খালেআলমপুর গ্রামের মৃতঃ আজা মন্ডলের ছেলে ওয়েল আলী(৩০), একই গ্রামের মৃতঃ খাবেদ আলীর ছেলে তৈয়মুর রহমান(৩২), চরধরমপুর গ্রামের মৃতঃ শামশুদ্দিনের ছেলে হাবিবুর রহমান(২৪), একই গ্রামের তফিজ উদ্দিনের ছেলে ওহেদুর ইসলাম(২২), আবুল হোসেনের ছেলে ডালিম(২২) ও মফিজ উদ্দিনের ছেলে কালাম(৩৭) ভারতের ৩আর ও ৫আর পিলারের মধ্যস্থলে অবৈধ ভাবে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত রক্ষিবাহিনী আটক করে। পরে ৫৯ ব্যটালিয়ন বিজিবি আটককৃতদের বিএসএফ’র কাছ থেকে উদ্ধার করে ভোলাহাট থানায় ভারতে অবৈধ প্রবেশের দায়ে মামলা দেয়া হয়েছে। এ ব্যাপারে শুক্রবার ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃকর্ণেল রাশেদ আলীসহ সঙ্গীয় বিজিবি সদস্য আটককৃতদের নিয়ে থানায় আসেন। এ ব্যাপারে অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন বলেন, বিজিবি বাদি হয়ে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন