ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ‘মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা’ নামে একটি এনজিও বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মুশরীভুজা ইউসুফ আলী স্কুল এ- কলেজ মাঠে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দলদলী ইউনিয়নে এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার মুশরীভুজা শাখা উদ্বোধন উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক ইমদাদুল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং দলদলী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুল। বিশেষ অতিথি হিসেবে সাদা মনের মানুষ জিয়াউল হক, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার এমডি মাসুদ রানা, অধ্যক্ষ আজগার আলী, আওয়ামীলীগ নেতা মহিবুল হক মাষ্টার, মনিরুল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান আলী মাষ্টার, প্রভাষক বাবুল আক্তার, মহিলা ইউপি সদস্য বেবীয়ারা খাতুন ও আজিনুর বেগম, মধুমতি এনজিও ব্যবস্থাপনা পরিচালক আসাদুল্লাহ আল-কাইয়ুম, এরিয়া ম্যানেজার ইসলাম হোসেন। শেষে মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত এলাকার জনসাধারণ উপভোগ করেন।