ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ঃ“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” শ্লোগানকে সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র্যালী করে সপ্তাহের উদ্বোধন করা হয়। ভোলাহাট উপজেলা পরিষদের আয়োজনে ২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহণ করেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভিন, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল, ভাইস চেয়ারম্যাদ্বয় গরিবুল্লাহ দবির, শাহানাজ খাতুন, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, শিক্ষা অফিসার মিজানুর রহমান, বাংলাদেশ আলীগ ভোলাহাট উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীরাসহ স্থানীয় সূধীগণ।মশক নিধন ও পরি”্ছন্নতা সপ্তাহ ২৫ হতে ৩১ জুলাই পর্যন্ত নানা কর্মসূচীর মাধ্যমে পালন করা হবে। র্যালী শেষে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে সচেতনতা বৃদ্ধিতে পথ সভায় বক্তব্য রাখেন র্যালীতে অংশ গ্রহণকারী উল্লেখিত ব্যক্তিগণ।