ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ মহিলা সংরক্ষিত সদস্য হোসনে আরা পাখির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহসভাপতি ও ভোলাহাট বিআরডিবি চেয়ারম্যান আব্দুল খালেক, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ও সাইফুল আহমেদ বিশ্বাস, কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য পিয়ারজাহান, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনসুরা বেগম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হালিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য সাহিদা আক্তার রেখা, জেলা মহিলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক শরীফা খাতুন বেবি, জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড: ইয়াসমিন সুলতানা রুমা ও সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, ডাঃ মনিরা ফেরদৌসি ইসলাম। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রুবিনা বেগম, বকুল বেগম, জরিনা বেগমসহ অন্যরা। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান বক্তা এ প্রতিবেদককে বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক মিসেস মার্জিনা হক কাউন্সিল অনুষ্ঠানে আসার সময় হঠাৎ অসুস্থ হওয়ায় আজকের উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ যেকোন সময় নাম ঘোষণা দিবেন বলে তিনি জানান।