ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
দেশ ব্যাপী মাদক বিরাধী অভিযানের অংশ হিসেবে ভোলাহাট থানা পুলিশও চ্যালেঞ্জ ছুঁড়ে ৫দিনে ১৫ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেফতার করেছে। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন জানান, প্রধানমন্ত্রী ও আইজির নির্দেশ ক্রমে সারা দেশব্যাপী মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার অভিযান অব্যহত আছে। তারি অংশ হিসেবে আমিও মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সেবী যেই হোক না কেন তার কোন ছাড় নেই বলে জানান। তিনি জানান, ৫দিনে মোট ১৫জন মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন । তিনি বলেন, ৫ মে মুশরীভূজা গ্রামের মৃতঃ একরামুল হকের ছেলে তোফাজ্জুল হক তোফা (২৫), ২১ মে মুন্সিগঞ্জ গ্রামের শুকুরের ছেলে বাশির(৫০),২২ মে পোল্লাডাংগা গ্রামের মৃতঃ নাসিরউদ্দিনের ছেলে আঙ্গুর আলী(৩৪), মুশরীভূজা গ্রামের সাজ্জাদের ছেলে মাসুদ রানা(৪০), একই গ্রামের মাইনুলের ছেলে নিশান(১৯) ও আফজাল হোসেনের ছেলে মাসুদ রানা(২০), ২৩ মে মুশরীভূজা গ্রামের আঃ করিমের ছেরে নাজির হোসেন(৪৬), এ ছাড়া মোবাইল কোর্টে উল্লাহডাংগা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে ইসমাইল হোসেন(২৫) ও কাশিয়াবোনার এসরাইলের ছেলে জামিরুল ইসলাম(২৭) ১০ মে ৬জন মাদক সেবীকে গ্রেফতার করে মোবাইল কোর্টে সোর্পদ করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি পিএম ইমরুল কায়েশ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন বলেন, মাদকের সাথে চ্যালেঞ্জ ঘোষণা করেছি। মাদক বিক্রয় ও সেবীদের গ্রেফতার করতে অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *