ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল ১১টায় মাসিক সমন্বয় সভা ও পরিচিতি অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা উপ-পরিচালক(অর্থ) শেখ মোঃ রাইহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পবিত্র কোরআন ও হাদিস থেকে প্রাথমিক শিক্ষার পাঠদান সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন আমরা সরকারের বেতনভূক্ত কিন্তু দেশে এমনো সুহৃদয় ব্যক্তি রয়েছে, যারা বিনা বেতনে ছোট ছোট শিশুদের শিক্ষাদান অব্যাহত রেখেছে। তাহলে আমরা সরকারের দেয়া মাস শেষে টাকা পাচ্ছি। একজন অবেতনভূক্ত লোক যদি নি:স্বার্থভাবে তার জ্ঞান ভান্ডার উজার করে দিতে দ্বিধাবোধ না করে, তাহলে আমরা পারিনা কেন ? তাই আসুন বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার ভিশন ২০২১ অর্জনের লক্ষ্যে আমরা প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সকলে মিলেমিশে নিরলসভাবে কাজ করি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল গনি, কামাল উদ্দিন ও আব্দুর রহমানসহ উপজেলার ৪৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন