ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে মাদক দ্রব্য আইনে ২ ব্যক্তিকে মোবাইল কোটে সাজা প্রদান করা হয়েছে। জানা গেছে, ভোলাহাট থানার নবাগত অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীনের নেতৃত্বে এসআই রেজাউলসহ সঙ্গীয় র্ফৌস নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে রবিবার রাতে ভোলাহাট গ্রামের আসমত আলীর ছেলে আলাউদ্দিন(৩৫) ও গোপিনাথপুর গ্রামের পিরু সেকের ছেলে মনোয়ার হোসেন(২৬)কে গ্রেপ্তার করা হয়। পরে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সোমবার গ্রেপ্তারকৃতদের হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে আলাউদ্দীনকে ১ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা এবং মনোয়ারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।