ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে মোবাইল কোর্টে হাজির করে ৪জনকে মাদক দ্রব্য আইনে সাজা প্রদান করেছেন মোবাইল কোর্টের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান। ভোলাহাট পুলিশের এএসআই মিন্টু ও নাজমুল হক উপজেলার বিভিন্ন এলাকায় হানা দিয়ে ৫জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে বুধবার দিবালোকে ও রাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো চরধরমপুর গ্রামের এমরানের ছেলে রবিউল ইসলাম(২৬), একই গ্রামের নরশাদ আলীর ছেলে সাইফুল ইসলাম(৪৩), খালেআলমপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে আঃ সালাম(২৮) ও হাউসপুর গ্রামের মৃতঃ আরশেদ আলীর ছেলে মোরশেদ আলী(৪২)। উল্লেখিত অপরাধীদের গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরের পর ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে রবিউল ইসলামকে ও সাইফুল ইসলামকে পৃথক ভাবে ৫ হাজার টাকা, মোরশেদকে ৩ হাজার ও আঃ সালামকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন