ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রোববার দিনব্যাপি যথাযথভাবে পালিত হয়েছে। উপজেলা প্রশাশনের উদ্দ্যোগে সুর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সুচনা ও সকল সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৭টায় সমুন্নত স্মৃতি সৌধ প্রাঙ্গণে বীর শহীদগণের স্মরণে পুষ্পস্তবক অর্পণ-এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠন, জাতীয় পার্টি ও তার অংগসংগঠন, বিএনপি ও তার অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় আষ্টুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস, গার্লসগাইড, রোভার স্কাউটসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা কর্তৃক কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শন, সাড়ে ৯টায় শহীদ বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের কবর জিয়ারত এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, সকাল ১০টায় স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীসহ সকলের জন্য উন্মুক্ত ক্রীয়া প্রতিযোগিতা, সাড়ে ১০টায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্বর্ধনা জ্ঞাপন, বেলা ১১টায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল-প্রযুক্তি ব্যবহার শীর্ষক আলোচনা সভা, বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, পেগোডা ও অন্যান্য উপাশনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সুবিধেমত সময়ে হাসপাতাল, এতিমখানা, দুস্থ্য কেন্দ্র ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল সাড়ে ৩টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা মুক্তিযোদ্ধা বনাম উপজেলা পরিষদ, শিক্ষকমন্ডলী বনাম সুধীমন্ডলী, বিকেল ৪টায় ভদ্র মহিলাদের খেলাধুলা, সাড়ে ৪টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা। দিবসটি পালনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি ও বিশেষ অতিথি নির্বাহী অফিসারের দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল এহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ্, জেলা আ’লীগের সহসভাপতি আব্দুল খালেক, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, সাধারণ সম্পাদক ডাঃ আশরাফুল হক চুনু, উপজেলা ইঞ্জিনিয়ার এসএম মুঞ্জুর-এ মওলা, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য পিয়ারজাহানসহ অন্যান্য সুধীজনেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *