ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের হেলাচী(ঘুনপাড়া) গ্রামে যৌতুকের দাবীতে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর স্বজনেরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন বৈবাহীক জীবনে যৌতুকের দাবীতে জাফর আলীর বখাটে ছেলে স্বামী দূরুলের (৩০)শারীরিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়া এ গৃহবধূকে ১৭ অক্টোবর যৌতুকের টাকার জন্য র্নিযাতন করে গৃহবধূ ২ সন্তানের জননী রুমীকে (২৫) বাবা টুনুর বাড়ী একই উপজেলার দূর্গাপুর গ্রামে পাঠাই। সেখানে গিয়ে দরিদ্র পিতা মেয়ের যৌতুকের টাকা তাৎক্ষণিক দিতে না পারায় ব্যার্থ হয়ে স্বামীর বাড়ী ফিরে আসেন গৃহবধূ। পরে ১৯ অক্টোবর আবার যৌতুকের চাপ দিয়ে দুপুর ১২টার দিকে গৃহবধূকে বাবার কাছে মোবাইল ফোনে যৌতুকের টাকার কথা বলতে বলেন বখাটে স্বামী । বাবা তার বাড়ীতে থাকা গরু বিক্রয় করে টাকা দেয়ার আশ্বাস দিলেও স্বামীর অত্যাচার অব্যহত থাকে। এক পর্যায়ে গৃহবধূকে এ দিন মাগরিবের পূর্ব মুর্হূতে পিটিয়ে হত্যা করার পর ফাঁশিতে ঝুলিয়ে দেয়। তবে স্থানীয়রা জানায়, ফাঁশিতে ঝুলন্ত অবস্থায় কেউ গৃহবধূকে দেখতে পায়নি। পরদিন বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ভোলাহাট থানা পুলিশের এসআই আব্দুস সবুর খাঁন ও ওসি তদন্ত কবির সুরৎহাল রির্পোট তৈরী করেন। পরে অফিসার ইনর্চাজ মহসীন আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মশফিকুর রহমান তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ধারণায় পুলিশ এটি নির্যাতন করে হত্যা করা হয়েছে বললেও ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান। এদিকে গৃহবধূর স্বামী ও শ্বাশুড়ি পালাতক রয়েছে। এ ঘটনায় ময়না তদন্ত হওয়ার পর মামলা হবে বলে অফিসার ইনচার্জ মহসীন আলী জানান।