ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার স্থাণীয় শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টার দিকে ভোলাহাট সাঠিয়ার বাজারে শহীদ বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন তাঁতীপাড়া গ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধা জিন্নাত হোসেনের কবর জিয়ারত করে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের বিশেষ তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, সাবেক সভাপতি ওয়াজেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রকৌশলি মন্জুর এ মাওলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ অন্যাণ্যরা উপস্থিত ছিলেন।