ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামনের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫২তম জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষ্যে শিশু সমাবেশ, আলোচান সভা, মিলাদ-ক্কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জামে মসজিদের ইমাম ও নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেনার তরিকুল ইসলাম, উপজেলা ইফার ট্রেনার সাদিকুল ইসলাম, ইমাম মনিরুল ইসলাম, বানীআমিন প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় সর্বস্তরের ছোট্ট শিশুদের জন্য হাম্দ-নাত, জাতীয় পতাকা অংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও সনদ বিতরণ করা হয়।