ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ষ্টুডেন্টস এ্যাসোসিয়েশনের আয়োজনে ২০তম শিক্ষা সম্মিলন উপলক্ষে সোমবার সকাল ১০টায় মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী, বিদায় সংবর্ধনা ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভোলাহাট ষ্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাৎ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস উপস্থিত না থাকায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ডাইসিন কেম লি: এমডি ও ষ্টুডেন্টস এ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হাসান, রাজশাহী বিশ্বদ্যিলয় অধ্যাপক ড. আসাদুল ইসলাম, অধ্যাপক ড. নুরুল ইসলাম, মোহবুল্লাহ কলেজ অধ্যক্ষ রহমত আলী, একেএম আজমল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদস্য পিয়ারজাহান, সাদা মনের মানুষ জিয়াউল হক। অন্যান্যের মধ্যে বিএসএ’র উপদেষ্টা ফুয়াদ হোসেন, রাসিদুল ইসলাম জেম, আব্দুল ওয়াহেদ টরিক, নুরজামাল, বিএসএ’র সাধারণ সম্পাদক মিসজাদুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ও কোষাধ্যক্ষ আরিফ উদ্দীন চৌধুরী বাপ্পিসহ অন্যান্য সদস্যগণ, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার ৩টি সেরা শিক্ষা প্রতিষ্ঠান-ঝাউবোনা কারিগরি কলেজ, সবজা পাইলট উচ্চ বিদ্যালয় ও তেলীপাড়া স:প্রা বিদ্যালয়’র ৩২০জন কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার ও উপজেলার বানভাসী ১৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রীসহ শাড়ী-লুঙ্গি তুলে দেয়া হয়।