ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী প্রত্যাশি কাদেরের সভা অনুষ্ঠিত। সোমবার বিকেলে জামবাড়ীয়া ইউনিয়নের ৬ নং ওর্য়াড আওয়ামীলীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আলীগ সভাপতি জিয়ারুল ইসলাম। প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাচোল উপজেলা আলীগ সাধারণ সম্পাদক আগামী জাতীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি আব্দুল কাদের। তিনি বর্তমান আলীগ সরকারের বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আলীগ যুগ্ম সম্পাদক রবিউল আওয়াল, জামবাড়ীয়া আলীগ ইউপি সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, নাচোল পৌর কাউন্সিলার কাবুল হোসেন, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মসফিকুল ইসলাম তারাসহ অন্যরা। সভায় বক্তব্য রাখেন, ৫ নং আলীগ সভাপতি আবু বাক্কার, ইউপি মেম্বর ইউসুফ আলী ও সুরুৎ জামালসহ অন্যরা। পরে আব্দুল কাদের বড়গাছী বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সরকারের উননয়নমূল কর্মকার্ন্ডের উপর গণসংযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *