ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২ ফেনসিডিল সম্রাটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চামুশা গ্রামের দিক থেকে মটরসাইকেল যোগে তাঁতীপাড়া গ্রামের মুন্সুর আলীর ছেলে ফেনসিডিল সম্রাট সামিরুল ইসলাম সামরু(৩০) ও একই গ্রামের হারুন অর রশিদের ছেলে মাসুদ রানা(২৮) উপজেলা পরিষদের দিকে আসার সময় গাড়ী চেকিং কালে এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় পুলিশ সদস্যের একটি দল আম ফাইন্ডেশন সংলগ্ন বমপুতা নামক স্থানে তল্লাশি চালিয়ে শরীরে সেট করা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ভোলাহাট থানর অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন জানান, তার নির্দেশে ফেনসিডিল সম্রাটদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেণে করা হয়েছে বলে জানান।