ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পিস্তুল, গুলি ও ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। থানা সূত্রে জান গেছে, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের ডিএডি আব্দুর রহমানের নেতৃত্বে র্যাব সদস্য উপজেলার বড় জামবাড়ীয়া গ্রামে অভিযান চালায়। সেখানে জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়াল গ্রামের আনারুল ইসলামের ছেলে মিলন মিয়া(১৯)কে অস্ত্রসহ দুপুর ২টা ৪০ মিনিটের দিকে হাতেনাতে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছে থাকা ৪টি ৭.৬২ পিস্তুল, ২০ রাউন্ড গুলি, ৮টি ম্যাগজিন, নগদ ১ হাজার ৮২ টাকা ও ১টি স্যামস্যাম মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় র্যাব বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা করেছে। বিষয়টি ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দিন নিশ্চিত করছেন।