ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম কবীর গোলাপকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। তাকে ১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় পীরগাছি বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফতার গোলাম কবির গোলাপ ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের আনিস আলীর ছেলে।
ভোলাহাট থানার অপিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের পীরগাছী বাজারে অভিযান চালায় সাদা পোশাকধারী পুলিশের একটি দল। এসময় জামায়াত নেতা গোলাম কবির গোলাপ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। গোলাপের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ। বুধবার সকালে তাকে আদালতের পাঠানো হয়েছে।