ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ গত মাসের ২৬ তারিখ নাচোল থানা হাজতে রিমান্ডে নেয়া আসামী গলায় ফাঁশ দিয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানা হাজতে পুলিশ বাড়তি সর্তকতা নিয়েছে। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীন জানান, গত মাসের ২৬ তারিখ নাচোল থানায় রিমান্ডে আসা আসামী পায়খানার ভিতর প্যান্ট গলায় প্যাঁচিয়ে ফাঁশ দিয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ফলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নির্দেশে থানা হাজতের ভিতরে থাকা পায়খানা কেটে নিচু করা হয়েছে যাতে হাজতে থাকা আসামীকে র্সাবক্ষণিক বাইরে থেকে নজরদারি করা যায় এবং তাদের থানা হাজতে থ্রি-কোয়াটার প্যান্ট পরিয়ে ভিতরে প্রবেশ করা হচ্ছে যাতে নাচোলের মত ঘটনার ২য় বার জন্ম না নেয়। তিনি বলেন, পুলিশ সুপারের পরবর্তী আরো কোন সর্তকতার আদেশ আসলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান।