কবি -দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
বাড়িয়ে দিয়েছি হাত,
নিঃসংশয়ে, দ্বিধাহীন মনে
দীপ্ত সূর্যালোকে,
প্রবল বিশ্বাসে।
জানি বিফল হবেনা প্রয়াস,
নিশ্চয় হাত ধরবে মোর প্রিয়
এই ভরসায়
আলোয় বা ছায়াতে,
খুশিতে বা হাসিতে।
সমঝোতায় নয়,
হৃদয়ের টানে
অন্তহীন ভালোবাসায়।
সুখে আনন্দে বা দুঃখের সাগরে
নিয়তির আঘাতে নয়
খুশির জোয়ারে।
দৈব দুর্বিপাকে হোক
অশনি সংকেতে,
নিদাঘের তাপে বা শারদীয়া রাতে।
রোদ বৃষ্টি বরষায়, হিমেল কুয়াশায়
ভরসার হাত দুটি
রবে বাঁধা চিরদিন
অদৃশ্য বন্ধনে, মনের মিলনে,
শুধু মনের মিলনে।।