ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর সহযোগিতায়। নলছিটি পশু হাসপাতালে সামনে ময়লার ভাগাড় পরিষ্কার করে ফল ও ঔষধি গাছের বাগান করেছে বিডি ক্লিন নলছিটি টিম’।
শপথ পাঠের মাধ্যমে বিডি ক্লিন নলছিটি টিমের কাজ শুরু করে এসময় শপথ পাঠ করান, ডাঃ মোঃ আহসান উল্লাহ মানিক, ভেটেরিনারি সার্জন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, নলছিটি, ঝালকাঠি।
বিডি ক্লিন নলছিটি টিমের উপজেলা সমন্বয়ক মো; আতিকুল ইসলাম বলেন,২০ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। পরে ময়লা পরিষ্কার করে সেখানে বন বিভাগ সহযোগিতা ৪০টি ফল ও ঔষধি গাছ লাগানো হয়।