রণিকা বসু(মাধুরী)
বাগেরহাট জেলা প্রতিনিধি÷

ধর্ম সবার কাছে একটা রিদয়ের র্স্পশ কাতর স্থান৷প্রতিটি মানুষ তার ধর্মকে তার মত করে পালন করে৷বিশ্বাস হচ্ছে মানুষে একান্ত নিজেস্ব বিষয়৷সেখানে অন্য কারো কোন কিছু করার ক্ষমতা থাকে না ৷আর এই ধর্মকে কেউ গোরামি বা নিজ ক্ষমতার শক্তি দিয়ে হাচিল করার চেষ্টা করে৷
এমনি একটি ঘটনা ঘটেছে,বাগেরহাটের চিতলমারীতে অবৈধভাবে মসজিদ ও কবরস্থানের জায়গা দখল করার সময় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।
৫-৬-২০২০ তারিখ শুক্রবার দুপুর বেলা কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী শেখ মাসুদ আলম জানান, কুনিয়া বড়বাড়ীর ঈদগাহ জামে মসজিদ ও কবরস্থানের কিছু জায়গা মসজিদের সভাপতি স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল শেখ অবৈধভাবে দখল করে আসছিলেন। আজ জুমার নামাজের পর স্থানীয় কয়েকজন মুসল্লী এর প্রতিবাদ করলে ইউপি সদস্যসহ তার অনুসারী ১০/১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। এতে লিয়াকত হোসেন (৪০) পিতাঃ সোনামিয়া শেখ, সাং- কুনিয়া ও স্থানীয় চৌকিদার তুহিন শেখ (৩২) গুরুতর আহত হন।

এদিকে গুরুতর আহত দুজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অপূর্ব বিশ্বাস রোগীদের চিকিৎসা করেন। পরে রোগীদের অবস্থার অবনতি হলে তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে অভিযুক্ত ‌ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি ইমদাদুল শেখ মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে মসজিদের জায়গা দখলের যে অভিযোগ আনা হয়েছে এটি সত্য নয়। এই ঘটনাটি পারিবারিক বিরোধের জের ধরে ঘটেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ ইকরাম হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আমাদের কাছে অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বর্তমানে ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন