মো: নাজমুল হুদা মানিক ॥ ৬ জুন সকাল সাড়ে ১১ টায় গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু ৪ নং ওয়ার্ড বাসীর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন। সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহবুবুর রহমান দুলাল এর ব্যবস্থাপনায় মেয়র অত্র ওয়ার্ডবাসীর মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। করোনা মহামারীর কারণে বেকার হয়ে পরা এলাকার হতদরিদ্র শ্রেণী পেশার খেটে খাওয়া জনগোষ্ঠীর ৬শ পরিবাররের হাতে মসিক এর মেয়র টিটু প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেন। জানাগেছে লক্ষ্যমাত্রা ১ হাজার পরিবারের মধ্যে ৪শ পরিবারকে ঈদুল ফিতরের পূর্বে পরিবার প্রতি একই পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও দেড় কেজি আলু খাদ্য সামগ্রী হিসেবে দেয়া হয়। তালিকাভুক্ত পরিবারগুলির হাতে বিতরণকৃত স্লিপ ও মাস্টার রুলের বিপরীতে এই খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। বিতরণ কালে মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিতরণ কাজে এলাকার স্বেচ্ছা সেবকরা নিরলস পরিশ্রম করে। মেয়র খাদ্য সামগ্রী গ্রহীতাদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি বার বার সাবান দিয়ে হাত ধোয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন