নুরে আলম শাহ,ঠাকুরগাঁও প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে শিশু একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ১৫ ডিসেম্বর )জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে সকাল ১০ থেকে দিনব্যাপী শিশু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, দেশাত্মবোধক সঙ্গীত ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ শত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী’র সভাপতিত্বে ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে “সঙ্গীতে’ বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক সরলা রায়, উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব বিধান চন্দ্র দাস।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজ এর নেতৃত্বে “কবিতা’ আবৃত্তিতে
ঠাকুরগাঁও জেলা সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি অনুপম মনি, শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: মনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে তাহেরা ইসলামসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।