হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম থেকে :
কুড়িগ্রামে মহান বিজয় দিবস উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ বিভাগের আয়োজনে ফটোগ্রাফি প্রতিযোগিতার বিষয় ছিল ‘হামার কুড়িগ্রাম।’ সোমবার সন্ধ্যায় পুলিশ লাইন স্কুলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন উলিপুর উপজেলার সৌখিন ফটোগ্রাফার নাঈম সিদ্দিক, দ্বিতীয় স্থান অধিকার করেন রেডিও চিলমারী’র কুড়িগ্রাম প্রতিনিধি ভুবন কুমার শীল এবং তৃতীয় স্থান অধিকার করেন কুড়িগ্রাম ক্যামেরা ভিশনের ক্যামেরা পারসন রাজু আহমেদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, বীরপ্রতীক আব্দুল হাই সরকার প্রমুখ।
প্রতিযোগিতায় ৩০জন প্রতিযোগী অংশগ্রহন করেন। বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে ১৫ হাজার, দ্বিতীয় ১০ হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *