আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। শিল্পকলা একাডেমির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আজ শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতায় উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিরা অংশগ্রহণ করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনির হোসেন,সহকারী অধ্যাপক মোঃ আবদুল হক,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া ও ইউএনও অফিসের নাজির মোঃ রজ্জব আলী উপস্থিত ছিলেন।