ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমকালো পরিবেশে পাথরডুবি আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাঁশজানী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাপ্পী ক্রিকেট একাদশ ও আব্দুলা ক্রিকেট একাদশ মুখোমুখি হয়ে বাপ্পী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হয়। টুর্নামেন্টে মোট ১০ টি দল অংশগ্রহণ করে।
মাকসুদা আজিজ ফাউন্ডেশন ও আজিজুর রহমান স্মৃতি পাঠাগারের পৃষ্ঠপোষকতা ও ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), জাকির হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক, রেজাউল করিম, ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান, নুরুন্নবী চৌধুরী খোকন। অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান।
সভাপতিত্ব করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, দীপক কুমার দেব শর্মা। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদকাসক্তির বিরুদ্ধে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন।
পূরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আজিজুর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শণ করেন। এসময় মাকসুদা আজিজ ফাউন্ডেশন ও আজিজুর রহমান স্মৃতি পাঠাগারের পরিচালক রংপুর টিএমএসএস মেডিক্যাল কলেজ ডেন্টাল ইউনিট এর সহযোগী অধ্যাপক রোটাঃ ডা. মুহাঃ মেফতাউল ইসলাম মিলনের সভাপতিত্বে আমন্ত্রীত অতিথিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের একটি ভিডিও চিত্র প্রদর্শণ করা হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার এহেন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে এরুপ কার্ক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।