নিজস্ব প্রতিনিধিঃ
মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ার দিয়েছেন আইজিপি আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন বিপিএম(বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ। রাজশাহীতে অনুষ্ঠিত মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
২৩ নভেম্বর (বুধবার) বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম রাজশাহী মহানগরীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন বিপিএম(বার)
প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দেশের শত্রু। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। জঙ্গীবাদ সন্ত্রাসীদের আস্তানা হতে দেওয়া হবে না। আগুন সন্ত্রাস যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. গোলাম সাব্বির সাত্তার, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি, রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন, জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৫) এঁর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কমিউনিটি পুলিশিং রাজশাহী মহানগর শাখার আহবায়ক প্রফেসর ড. মো. আব্দুল খালেক, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ও উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।