স্টাফ রিপোর্টারঃ মাদকের নিরব সুনামি থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেছেন,বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । তিনি বলেন শিক্ষিত যুব সমাজকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে মেধাবী, সৎ ও চরিত্রবানরা না আসলে রাজনীতির মঞ্চ মেধাশূণ্য হয়ে পড়বে । মেধা শূণ্যরা দেশ চালাবে । অযোগ্যরা মন্ত্রী, এমপি হবে । শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সাইলেন্ট সুনামির মতো সারা দেশে মাদক ইয়াবা ছড়িয়ে পড়েছে। এর বিরুদ্ধে তরুন সমাজসহ সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে । এসময় মন্ত্রী উপস্থিত ছাত্রদের দূর্নীতি,মাদক,ইবায়াকে ‘না’বলান । তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হাজী মো. ইদ্রিস মিলনায়তনে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন ও বিশ্ববিদ্যালয় চত্বরে শোভাযাত্রায় অংশ নেন তিনি । নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সদস্য ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিঞা । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপ উপাচার্য ড. আবুল হোসেন ।