ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭ বছরের মাদরাসা ছাত্রকে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোরে পালানোর সময় ভূরুঙ্গামারী সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, উপজেলার পাথরডুবি ইউনিয়নের ঢেপঢেপি বাজারে কিসমত কুলছুম ক্কওমি মাদরাসার ছাত্র ব্যবসায়ি মোতালেব হোসেনের পুত্র লাম মিয়াকে (৭) বাড়ির কাজ না আনায় ঐ প্রতিষ্ঠানের শিক্ষক আবু সাঈদ (২০) বেদম প্রহার করে।
এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হলে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় এসংক্রান্ত খবর প্রকাশিত হয়।
পরে তড়িঘড়ি করে ১৯ এপ্রিল মাদরাসা কতর্ৃপক্ষ শালিসি বৈঠকের মাধ্যমে অভিযুক্ত ঐ শিক্ষককে বহিস্কার করে। এব্যাপারে ভূরুঙ্গামারী থানা পুলিশ শিশু নির্যাতন আইনে একটি মামলা (মামলা নং ১৮)দায়ের করে এবং বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে জেলা হাজতে প্রেরণ করে। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন শিক্ষক আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।